টাইগার মুরগি পালন পদ্ধতি-টাইগার মুরগির দাম
প্রিয় পাঠক ও পাঠিকা।আপনি নিশ্চয়ই টাইগার মুরগি পালন করার কথা ভাবছেন। কি তাইতো? তাহলে আপনি সঠিক পোস্টটিতেই রয়েছেন। এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি টাইগার মুরগির পালন করার পদ্ধতি থেকে শুরু করে টাইগার মুরগির দাম, কোথা থেকে আপনি টাইগার মুরগি কিনতে পারবেন, টাইগার মুরগির বাচ্চার দাম কত, টাইগার মুরগির খাবার তালিকা এছাড়াও আরো জানতে পারবেন টাইগার মুরগির ঔষধের বিভিন্ন তালিকা।
আপনি যদি টাইগার মুরগি পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েই ফেলে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল এ সকল নিয়মকানুন গুলো জানার পর তারপর আপনি টাইগার মুরগি পালন শুরু করবেন। তাহলে চলুন শুরু করা যাক টাইগার মুরগি পালন করে লাভবান হওয়ার বিভিন্ন উপায় বা পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত জানা।
পোস্ট সূচীপত্রঃ টাইগার মুরগি পালন পদ্ধতি-টাইগার মুরগির দাম
ভূমিকাঃ টাইগার মুরগি পালন পদ্ধতি
টাইগার মুরগি এবং সাধারন মুরগি পালন করার পদ্ধতি প্রায় একই। টাইগার মুরগি বছরে ১৬৫ থেকে ১৯০ টির মতো ডিম দিয়ে থাকে। এবং এ মুরগিগুলো একটানা আড়াই বছর ডিম পাড়ে। একটি টাইগার মুরগির বাচ্চার প্রাপ্তবয়স্ক হয়ে ডিম পাড়তে সময় লাগে পাঁচ থেকে ছয় মাস। টাইগার মুরগি বিভিন্নভাবে পালন করা যায় বাণিজ্যিকভাবে বা বাড়িতেও চাইলে আপনি টাইগার মুরগি পালন করতে হবে।
আপনি যদি বাড়ির জন্য টাইগার মুরগি পালন করতে চান সে ক্ষেত্রে দেশি মুরগি পালন করার মতোই টাইগার মুরগিও পালন করতে পারবেন। কিন্তু আপনি যদি বাণিজ্যিকভাবে টাইগার মুরগি পালন করতে চান সে ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম কানুন ও পদ্ধতি অবলম্বন করে চলতে হবে তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক টাইগার মুরগির বাণিজ্যিকভাবে পালন করার ক্ষেত্রে আপনাকে কোন কোন পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত।
১/যেকোনো মুরগি পালন করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে বিষয়টি জানা দরকার তা হচ্ছে সেই মুরগির সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। যেহেতু আপনি টাইগার মুরগি পালন করতে চান সেহেতু টাইগার মুরগি সম্পর্কে আপনার বিস্তারিত জানা উচিত।
২/টাইগার মুরগি বাণিজ্যিকভাবে পালন করার জন্য অবশ্যই আপনাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্ন খোলা জায়গার প্রয়োজন হবে।
৩/তারপর আপনাকে খেয়াল রাখতে হবে টাইগার মুরগি ঘোরাফেরা করার জন্য যেন পর্যাপ্ত পরিমাণ জায়গার ব্যবস্থা থাকে।
৪/মুরগির ওজন ও বয়স অনুযায়ী তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা রাখতে হবে।
৫/খেয়াল রাখতে হবে আপনি যে জায়গাতে বাণিজ্যিকভাবে টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন সেই জায়গাটি যেন শুষ্ক ও জীবাণুমুক্ত হয়।
৬/বাইরে থেকে যখন টাইগার মুরগি খামারে প্রবেশ করাবেন তখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খেয়াল রাখতে হবে।
৭/খামারে বাইরে থেকে আরও পশুপাখি আনলে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেগুলো রোগাক্রান্ত না হয়। তা না হলে আপনার পালনকৃত মুরগিও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
৮/টাইগার মুরগিকে যেকোনো ধরনের ওষুধ খাওয়ানোর পূর্বে অবশ্যই কোন বিশেষজ্ঞ পশু ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ খাওয়াবে।
৯/আপনি যদি বদ্ধ অবস্থায় টাইগার মুরগির বাচ্চা পালন করতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশেষ করে শীতকালে তাপমাত্রা রাখতে হবে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
১০/এছাড়াও টাইগার মুরগি যাতে অসুস্থ হয়ে না পড়ে সে ক্ষেত্রে আপনাকে নিয়মিত তাদের ভ্যাকসিন এর ব্যবস্থা করতে হবে। একটি মুরগি যদি আক্রান্ত হয়ে পড়ে সে ক্ষেত্রে সকল মুরগি আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই সঠিক সময়ে সঠিক নিয়মে সকল মুরগির ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে।
টাইগার মুরগির বাচ্চা চেনার উপায়
দেশি মুরগির পরেই সবচেয়ে ভালো ডিম ও মাংসের জন্য বিখ্যাত হচ্ছে টাইগার মুরগি। বর্তমানে দেশি মুরগি পালনের পাশাপাশি মানুষজন টাইগার মুরগি পালনে আগ্রহী উঠছে। আপনি যদি টাইগার মুরগির খামার করতে চান এবং তার জন্য সম্পূর্ণ টাইগার যাতে মুরগি কিনতে চান তাহলে সেগুলো কিভাবে বুঝবেন। তা বোঝানোর জন্যই আমাদের আজকের এই পোস্টটি।
পোস্টের এই অংশে আপনারা টাইগার মুরগির বাচ্চা চেনার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পারবেন এবং এর পরে আমরা টাইগার মুরগির বিভিন্ন বৈশিষ্ট্য ও টাইগার মুরগী সম্পর্কে জানতে পারব।
১/টাইগার মুরগির বাচ্চা চেনার সর্বপ্রথম উপায় হচ্ছে টাইগার মুরগির বাচ্চার পা। এ সকল মুরগির বাচ্চার পা অন্যান্য মুরগীর বাচ্চার পাঁচ থেকে অনেকটা মোটা হয়।
২/টাইগার মুরগির বাচ্চা অন্যান্য মুরগির বাচ্চার চেয়ে ছোট থেকে একটু গোলগাল ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি সহজে চিনতে পারবেন কোনগুলো টাইগার মুরগির বাচ্চা।
৩/টাইগার মুরগির বাচ্চার মাথা অন্যান্য মুরগির বাচ্চার মাথার থেকে অনেকটা বড় হয়ে থাকে। এবং ঠোট গুলো সরু ও চিকন হয়ে থাকে।
৪/এছাড়াও টাইগার মুরগির বাচ্চার ওজন করেও শনাক্ত করা যায়। টাইগার মুরগির বাচ্চা সাধারণত ৪০ গ্রাম এর উপরে হয়ে থাকে। আপনি যদি টাইগার মুরগির বাচ্চা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই ওজন করে মেপে নিবেন। কোন বাচ্চার ওজন যদি 40 ৪০ গ্রাম বা তার কম হয় সাধারণত সেগুলো টাইগার মুরগির বাচ্চা হয় না কারণ টাইগার মুরগির বাচ্চা সব সময় ৪০ গ্রামের উপরে হয়ে থাকে।
৫/আবার কোন কোন সময় টাইগার মুরগির বাচ্চার ওজন ৫০ গ্রামের ওজনের বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি টাইগার মুরগির বাচ্চা কিনতে চান অবশ্যই এসব বিষয়গুলো মাথায় রেখে টাইগার মুরগির বাচ্চা কিনতে পারেন।
টাইগার মুরগি চেনার উপায়
১/টাইগার মুরগির ওজন অন্যান্য যে কোন মুরগির ওজনের চেয়ে বেশি হয়ে থাকে। শরীরে অধিক পরিমাণ মাংস এবং দেখতে অনেক বড় হওয়ার কারণে সাধারণত এদের টাইগার মুরগি বলা হয় ।
২/টাইগার মুরগির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর পা গুলো অনেক মোটা হয়।
৩/টাইগার মুরগির রং সাধারণত অন্যান্য মুরগির মতোই হয়ে থাকে। তবে টকটকে লাল রঙের টাইগার মুরগি এখন আর দেখতে পাওয়া। যা সে ক্ষেত্রে টাইগার মুরগির রং হালকা লাল কিংবা কালো ও ধূসর বর্ণের মিশ্রণ হয়ে থাকে।
৪/সাধারণত সকল টাইগার মুরগির লেজ অনেক বড় হয়ে থাকে।
৫/একটি প্রাপ্তবয়স্ক টাইগার মোরগের ওজন সাধারণত 7 থেকে 8 কেজি হয়ে থাকে এবং একটি টাইগার মুরগির ওজন সাড়ে ৩ থেকে সাড়ে ৪ কেজি পর্যন্ত হয়ে থাকে ।
৬/সাধারণত টাইগার মুরগি ১ থেকে ২.৫ মাসের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে ওঠে।
৭/টাইগার মুরগি প্রতিদিন করে ১২৫ থেকে ১৫০ গ্রাম খাবার গ্রহণ করে থাকে।
৮/একটি টাইগার মুরগি সাধারণত ১৬৫ থেকে ১৭০ টি পর্যন্ত ডিম পেড়ে থাকে। তবে কিছু কিছু মুরগির ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে।
৯/একটি টাইগার মুরগি সাধারণত দুই থেকে আড়াই বছর পর্যন্ত ডিম দেয় এরপর অনেক টাইগার মুরগি ডিম দেয় না আবার অনেকেই খুব কম পরিমাণে দিয়ে থাকে।
১০/একটি প্রাপ্তবয়স্ক টাইগার মুরগি পালন করার জন্য কম সে কম দুই বর্গফুট জায়গার প্রয়োজন হয়।
টাইগার মুরগির দাম
যেহেতু এই মুরগিগুলো সাধারণ মুরগিদের তুলনায় একটু বেশি বড় এবং ওজন অনেকটা হয়ে থাকে সেক্ষেত্রে এসব মুরগীর দাম অন্যান্য মুরগির তুলনায় একটু বেশি। এসব মুরগি সাধারণত 350 থেকে 400 টাকা পর্যন্ত কেজি বিক্রি করা হয় তবে স্থান ভেদে এবং চাহিদার উপর ভিত্তি করে এ দাম কম বেশি হতে থাকে।
টাইগার মুরগির বাচ্চার দাম
সাধন তো টাইগার মুরগির বাচ্চার দাম যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা হচ্ছে বাচ্চার বয়স, জাত ও বাজারে চাহিদার উপর ভিত্তি করে। সাধারণত বাজারের ধর অনুসারে টাইগার মুরগির বাচ্চার দাম নিম্নরূপ-
- ১ দিনের বাচ্চার দাম=৫০-৭০ টাকা
- ৭ দিনের বাচ্চার দাম=৭০-৯০ টাকা
- ১৫ দিনের বাচ্চার দাম=৯০-১১০ টাকা
- ১ মাসের বাচ্চার দাম=১১০-১৩০ টাকা
- ১.৫ মাসের বাচ্চার দাম=১৩০-১৫০ টাকা
- ২ মাসের বাচ্চার দাম=১৫০-১৮০ টাকা
এ সকল দামগুলো আনুমানিক তবে চাহিদার উপর ভিত্তি করে দাম বেশি বা কম হতে পারে।
টাইগার মুরগি কোথায় পাওয়া যায়
আপনি যদি প্রথমবার টাইগার মুরগি পালন করে লাভবান হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক জাতের টাইগার মুরগী কিনতে হবে। এর জন্য আপনি আপনার আশেপাশে যদি কোন খামার থাকে কিংবা আপনার বিশ্বস্ত কোন লোকের যদি খামার থাকে সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা কিনতে পারেন। এছাড়াও এখন অনলাইনে বিভিন্ন জায়গাতে টাইগার মুরগির বিভিন্ন ধরনের বাচ্চা বিক্রি করা আপনি সেগুলো কিনতে পারেন।
তবে অনলাইন থেকে কেনার ক্ষেত্রে অবশ্যই যেসব বিষয়গুলো মাথায় রাখবেন তা হচ্ছে আপনি যে বাচ্চাটি কিনছেন সেটি আদৌ টাইগার মুরগির বাচ্চা কিনা সে ক্ষেত্রে আপনি প্রথমে টাইগার মুরগির বাচ্চা চেনার বিভিন্ন উপায় গুলো জেনে নিতে পারেন এই পোস্টটির ওই সূচিপত্রে গেলে আপনি টাইগার মুরগির বাচ্চা চেনার বিভিন্ন উপায় জানতে পারবেন সে পদ্ধতি গুলো ব্যবহার করে আপনি টাইগার মুরগির বাচ্চা চিনতে পারবেন।
আপনারা যদি অনলাইন থেকে টাইগার মুরগির বাচ্চা নিতে চান সেক্ষেত্রে নিচে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে ভিডিও দেখতে পারেন
টাইগার মুরগির খাবার তালিকা
সারা বিশ্বের বিভিন্ন ধরনের জাতের মুরগি রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। টাইগার মুরগি সাধারণত অন্যের না মুরগির তুলনায় অনেকটা বেশি বড় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য মুরগিদের তুলনা অনেক বেশি হয়ে থাকে। এ সকল টাইগার মুরগি স্বাভাবিক বৃদ্ধি ও স্বাভাবিক গঠনের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ খাবারের প্রয়োজন হয়।
যেহেতু টাইগার মুরগি অন্যান্য মুরগির তুলনায় খুব দ্রুত বৃদ্ধি পায় সে ক্ষেত্রে টাইগার মুরগির প্রতিদিন বয়স ও ওজন ভেদে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকে। আপনাদের মধ্যে যারা বাণিজ্যিকভাবে কিংবা বাড়িতে পালন করার জন্য টাইগার মুরগি পালন করতে চান সেক্ষেত্রে টাইগার মুরগি প্রতিদিন কি পরিমান এবং কি কি খাবার খায় সে সম্পর্কে আপনাদের সাধারণ একটা ধারণা থাকা প্রয়োজন।
বয়লার স্টার্টার ফিড
যে সকল টাইগার মুরগির বাচ্চার বয়স ৩০ দিন বা তার নিচে সে সকল টাইগার মুরগির জন্য এই খাবারটি তালিকাভুক্ত করতে পারেন। টাইগার মুরগির এই খাবারটি প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা আসতে পারে। ৩০ দিনের নিচে সকল টাইগার মুরগির জন্য এই খাবারটি অনেক পুষ্টিকর সেক্ষেত্রে আপনি আপনার টাইগার মুরগির বাচ্চাগুলোকে এই ফিল্মটি খুব সহজে খাওয়াতে পারেন ন।
বয়লার গ্রোয়ার ফিড
যে সকল টাইগার মুরগির বয়স ৩০ দিনের উপরে সে সকল টাইগার মুরগির জন্য এই খাবারটি খুবই পুষ্টিকর। টাইগার মুরগির জন্য এই খাবারটি প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা পর্যন্ত আসতে পারে। তবে নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে খেয়াল করে নেবেন খাবারটি আসল নাকি নকল। আপনি যদি ৩০ দিনের ওপরে সকল প্রকার টাইগার মুরগিকে খাবারটি খাওয়ান তাহলে মুরগি খুব অল্প দিনের মধ্যে মোটা তাজা হয়ে উঠবে সুতরাং তাদের খাদ্য তালিকায় এই খাবারটি অবশ্যই রাখা উচিত ।
লেয়ার লেয়ার ওয়ন ফিড
দুই মাসের উপরে বয়স এমন সকল প্রকার টাইগার মুরগির জন্য এই খাবারটি খুবই গুরুত্বপূর্ণ। এই খাবারটিতে রয়েছে ঝিনুকের গুড়া হাড়ের গুড়া ও ভুট্টার গুড়া সহ আরো প্রকার নানা মিশ্রণে তৈরি । সুতরাং এই খাবারটি অনেক পুষ্টিগুণে ভরপুর এবং যতদিন খামারে টাইগার মুরগী থাকবে ততদিন কিংবা যতদিন পর্যন্ত টাইগার মুরগি ডিম পারবে ততদিন এই খাবার তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন ।
ভুট্টা ভাঙ্গা
সকল প্রকার ফিডের পাশাপাশি আপনি টাইগার মুরগির বাচ্চার জন্য ভুট্টা ভাংগা রাখতে পারেন। এই খাবারটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। ভুট্টা ভাঙ্গা মুরগীদের শরীর গরম রাখে এবং তাকে তাড়াতাড়ি বেড়ে উঠতে সাহায্য করে। সুতরাং আপনি টাইগার মুরগীদের সকল প্রকার ফিটের সাথে ভুট্টা ভাঙ্গা যোগ করে খাওয়াতে পারেন ।
চালের খুদ
চালের খোদ আপনি টাইগার মুরগীকে অন্যান্য ফিটের সাথে কিংবা সকল প্রকার ফিডের পাশাপাশি খাওয়াতে পারেন। চালের ক্ষুদে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি যেমন ভিটামিন ও প্রোটিন যেগুলো আপনার টাইগার মুরগিকে সকল প্রকার রোগ থেকে মুক্ত রাখবে এবং খুব দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করবে।
১ থেকে ৭ দিনের বাচ্চার খাবার গ্রহণের পরিমাণ
প্রথম দিন
যেহেতু প্রথম দিন একটি টাইগার মুরগির বাচ্চার ওজন সাধারণত ৪০ থেকে ৫০ গ্রাম কিংবা তার কিছুটা বেশি হয়ে থাকে। সুতরাং প্রথম দিন টাইগার মুরগির বাচ্চাদের গড়ে ১৩ গ্রাম করে খাবার দেওয়া উচিত।
দ্বিতীয় দিন
দ্বিতীয় দিন টাইগার মুরগির বয়স অনুযায়ী ওজন হবে ৭২ থেকে ৭৫ গ্রাম এবং ওজন বৃদ্ধি পাবে ১৬ থেকে ১৮ গ্রাম। সেই হিসাবে দ্বিতীয় দিন খাবারের পরিমাণ বৃদ্ধি পাবে ১৭ থেকে ১৯ গ্রাম এবং মোট খাবার গ্রহণের পরিমাণ হচ্ছে ৩০ থেকে ৩২ গ্রাম।
তৃতীয় দিন
সাধারণত টাইগার মুরগি তৃতীয় দিনে ৪৯ গ্রাম ওজন বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে তার ওজন অনুযায়ী তৃতীয় দিনে খাবারের পরিমাণ ৫১ গ্রাম করতে হবে।
চতুর্থ দিন
চতুর্থ দিনে টাইগার মুরগির ওজন গিয়ে দাঁড়াবে ১১০ গ্রাম এবং সে অনুযায়ী তার খাদ্য গ্রহণের পরিমাণ হবে ৭৪ থেকে ৭৫ গ্রাম।
পঞ্চম দিন
পঞ্চম দিনে একটি টাইগার মুরগির ওজন হবে সর্বমোট ১৩১ গ্রাম থেকে ১৩৫ গ্রাম। এবং তার ওজন অনুযায়ী খাদ্য গ্রহণ করবে ১৫০ থেকে ৫৫ গ্রাম। খাবারের পরিমাণ বৃদ্ধি পাবে ২৭ গ্রাম।
ষষ্ঠ দিন
ষষ্ঠ দিনে টাইগার মুরগির ওজন সর্বমোট বৃদ্ধি পাবে ১৫৭ গ্রাম এবং খাদ্যের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১৩২ থেকে ১৩৬৫ গ্রাম পর্যন্ত।
সপ্তম দিন
সপ্তম দিনে টাইগার মুরগির বয়স অনুযায়ী টাইগার মুরগির ওজন দাঁড়াবে ১৮৫ থেকে ১৯০ গ্রাম। সে অনুপাতে তার খাদ্যের পরিমাণ বৃদ্ধি পাবে ২৮ গ্রাম। এবং সর্বমোট খাবার তাকে দিতে হবে ১৬৭ থেকে ১৭০ গ্রাম।
টাইগার মুরগি পালনের সুবিধা
সকল প্রকার মুরগি লালন পালনের ক্ষেত্রে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা থেকেই থাকে। যেহেতু আপনি টাইগার মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সকল মুরগি পালনের কি কি সুবিধা রয়েছে সেগুলো বিস্তারিত ভাবে জানতে হবে। সুতরাং আপনার কাছে অনুরোধ রইল আপনি যদি টাইগার মুরগি বাণিজ্যিকভাবে পালন করতে চান সেক্ষেত্রে আপনি এই পোস্টটি সম্পন্ন পরুন।
১/টাইগার মুরগি অন্যান্য সকল প্রকার মুরগি থেকে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এর ওজন অনেকটা বেড়ে যায়।
২/অন্যান্য সকল প্রকার মুরগির থেকে টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই এগুলো খুব কম পরিমাণে রোগাক্রান্ত হয়।
৩/এ মুরগির ওজন অন্যান্য মুরগির চাইতে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এর ওজন অন্যান্য মুরগির চাইতে অনেক পরিমাণে বেশি হয়।
৪/টাইগার মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এ মুরগি খুব তাড়াতাড়ি বিক্রি হয় এবং খুব তাড়াতাড়ি লাভবান হওয়া যায়।
৫/এটি একটি টাইগার মুরগির বাচ্চার দাম বর্তমান বাজারে প্রচুর সেক্ষেত্রে টাইগার মুরগি বিক্রি করাচ্ছে টাইগার মুরগির বাচ্চা বিক্রি করা অনেক বেশি লাভের।
টাইগার মুরগি পালনের অসুবিধা
এই অংশ আমরা টাইগার মুরগি পালনের ক্ষেত্রে আপনি কি কি বাধা সম্মুখীন হতে পারে বা টাইগার মুরগি পালনের ক্ষেত্রে কি কি অসুবিধা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানবো।
১/টাইগার মুরগির বাচ্চা দাম অন্যান্য সকল প্রকার মুরগির বাচ্চার দাম হচ্ছে বেশি। টাইগার মুরগি সকলেই কিনে লালন পালন করতে চায় না।
২/টাইগার মুরগি অন্যান্য যে কোন মুরগি চাইতে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এদের দৈনন্দিন খাবারের পরিমাণ অত্যন্ত বেশি তাই খরচের পরিমাণও একটু বেশি থাকে।
৩/টাইগার মুরগি পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে অসুবিধা রয়েছে তা হচ্ছে শুরুতেই ভালো মানে টাইগার মুরগির বাচ্চা খুঁজে বের করা।
টাইগার মুরগির ঔষধের বা ভ্যাকসিন তালিকা
টাইগার মুরগি অন্যান্য মুরগি চাইতে কম রোগে আক্রান্ত আপনি যদি বাণিজ্যিকভাবে টাইগার মুরগি পালন করতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। টাইগার মুরগির বাচ্চাদের যে সকল ভ্যাকসিন গুলা আপনি নিয়মিত বা সময় অনুযায়ী দিতে পারেন সেসব ভ্যাকসিনের তালিকা নিচে বর্ণনা করা হলো।
মারেক্স ভ্যাকসিন
টাইগার মুরগির একদিনের বাচ্চাদের ক্ষেত্রে মারেক্স ভ্যাকসিন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে বাচ্চা ডিম থেকে ফুটানোর পর পরই সকল বাচ্চাদের মারেক্স ভ্যাকসিন প্রদান করতে হবে যেগুলো আপনার টাকার মুরগির বাচ্চাকে সুস্থ ও সতেজ রাখবে।
এই ভ্যাকসিনের দাম ৩০০০ থেকে সাড়ে তিন হাজার পর্যন্ত হয়ে থাকে । আপনি যদি একটি ভ্যাকসিন কিনেন্সি ক্ষেত্রে আপনি অনেকগুলো মুরগির বাচ্চাকে সেই ভ্যাকসিন দিতে পারেন। তাই আপনার অবশ্যই উচিত একদিনের টাইগার মুরগির বাচ্চাদের মারেক ভ্যাকসিন প্রদান করা।
বিসি আর ডিবি রানীক্ষেত ভ্যাকসিন
যে সকল টাইগার মুরগির বাচ্চার বয়স তিন থেকে পাঁচ দিন সে সকল বাচ্চাদের ক্ষেত্রে রানীকের ভ্যাকসিন দেওয়া উচিত। প্রত্যেক বাচ্চার প্রত্যেক চোখে একফোঁটা করে রানীক্ষেত ভ্যাকসিন প্রদান করুন এবং খুব দ্রুত লাভবান হন।
গাম্বুবোরো ভ্যাকসিন
যে সকল টাইগার মুরগির বাচ্চার বয়স ১১ দিন সম্পূর্ণ হয়েছে সে সকল বাচ্চার ক্ষেত্রে এ ভ্যাকসিন টি দিলে বাচ্চারা সুস্থ থাকবে।
বিসি আর ডিবি রানীক্ষেত ভ্যাকসিন
যে সকল বাচ্চাদের বয়স ২৩ থেকে ২৫ দিনের মধ্যে সে সকল বাচ্চাদের ক্ষেত্রে বিসি আর ডিবি রানীক্ষেত ভ্যাকসিনটি প্রদান করুন। প্রত্যেক চোখে এক ফোটা করে সকল টাইগার মুরগির বাচ্চাদের চোখে দিতে হবে।
ফাউল পক্স ভেক্সিন
আপনার টাইগার মুরগির বাচ্চাদের বয়স যখন ৩০ থেকে ৩৫ দিন হবে তখন এই ভ্যাকসিনটি তাদের ডানা অথবা পাখার নিচে সিরিঞ্জের মাধ্যমে প্রদান করুন।
কৃমির ওষুধ
যে সকল টাইগার মুরগির বাচ্চার বয়স ৫০ দিন হয়ে গেছে সে সকল বাচ্চাদের পানির সাথে কৃমির ওষুধ মিশিয়ে খাওয়ালে বাচ্চাগুলো সুস্থ থাকবে।
আর ডি ভি লাইভ রানীক্ষেত ভ্যাকসিন
প্রাপ্তবয়স্ক টাইগার মুরগির পায়ের রানের মধ্যে এভেক্সিন টি সিরিঞ্জ এর মাধ্যমে প্রদান করুন। তাহলে টাইগার মুরগির রান অকেজো হয়ে পড়বে না এবং মুরগি সুস্থ থাকবে।
ফাউল কলেরা ভ্যাকসিন
আপনার টাইগার মুরগির বাচ্চার বয়স যদি 70 থেকে 75 দিনের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রত্যেক টাইগার মুরগির বাচ্চার ঘাড়ের চামড়া কিংবা তাদের পায়ের রানে .৫ সি:সি হারে ভ্যাকসিন প্রদান করুন এতে করে আপনার মুরগিগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং সুস্থ ও সবল থাকবে।
ফাউল পক্স বা লাইভ ভ্যাকসিন
যে সকল মুরগির বয়স ৮০-৮৫ দিনের মধ্যে সে সকল বয়স এর মুরগিদের এই ভ্যাকসিন টি প্রধান করতে পারেন।
এভিএন ইনফ্লুয়েঞ্জা
যে সকল মুরগির বাচ্চার বয়স ১৫ থেকে ১৬ সপ্তাহের মধ্যে হয়ে গেছে সে সকল বাচ্চাদের ক্ষেত্রে এভিএন ইনফ্লুয়েঞ্জা ইনজেকশনটি দেওয়া উচিত।
ব্রঙ্কাইটিস রানীক্ষেত
যে সকল বাচ্চাদের বয়স 16 সপ্তাহের বেশি সেসকল বাচ্চাদের ক্ষেত্রে ব্রংকাইটিস্ট রানীক্ষেত ভ্যাকসিনটি দিতে হবে।
এই পোস্টটিতে যে সকল ভ্যাকসিনের কথা বলা হয়েছে সেগুলো সকল প্রকার মুরগিদের ক্ষেত্রেও প্রযোজ্য তবে সে ক্ষেত্রে তাদের পরিমাণ এবং বয়স অনুযায়ী দিতে হবে। এ অংশে যে সকল ভ্যাকসিনের কথা বলায় যা আপনি শুধু সে সকল ভ্যাকসিন ওই দিবেন এটা কোন কথা না। আপনি চাইলে অন্য কোন কোম্পানির ভ্যাকসিনো দিতে পারেন সে ক্ষেত্রে অবশ্যই যাচাই-বাছাই করে তারপরে ভ্যাকসিন প্রদান করবেন।
কেননা এ সকল ভ্যাকসিন এর মাত্রা অতিরিক্ত হলে কিংবা পরিমাণ কম হলে আপনার বাণিজ্যিকভাবে লাভবান হওয়া চাইতে ক্ষতির পরিমাণ বেশি হবে । সুতরাং ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই এগুলো যাচাই-বাছাই করে তারপর ভ্যাকসিন দেবেন।
লেখকের মন্তব্য
আপনি যদি টাইগার মুরগি পালন করার মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হতে চান তাহলে অবশ্যই সকল বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনার ব্যবসা বা খামার শুরু করবেন। কেননা আমরা শুধু সকল মানুষের সফলতার কথা শুনতে পাই কিন্তু আমরা তার পেছনের পরিশ্রম ও ব্যর্থতার কথা শুনতে পায় না। আপনার উচিত হবে সকল বিষয়গুলো মাথায় রাখা। এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে আপনার মাধ্যমে তারাও উপকারি হবে।
ডিজিটাল ব্লগ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url