ছেলেদের ফেসওয়াস ভালো কোনটা-ছেলেদের ফেসওয়াস এর দাম কত
ছেলেদের ফেসওয়াস ভালো কোনটা এই সম্পর্কে যদি আপনি ইন্টারনেটে খোঁজাখুজি করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেলটিতে আমরা ছেলেদের ত্বকের জন্য ভালো ফেসওয়াস গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
এছাড়াও আপনি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে ছেলেদের ভালো ফেসওয়াস গুলোর দাম সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। তাই সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
পোস্ট সূচিপত্রঃছেলেদের ফেসওয়াস ভালো কোনটা-ছেলেদের ফেসওয়াস এর দাম কত
ভূমিকা
ছেলেদের ত্বকের যত্ন বলতে সাবান এবং ফেসওয়াস ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকা। কিন্তু মেয়েদের মত ছেলেদের ও ত্বকের যত্ন নেওয়া উচিত। কেননা ছেলেরা অনেক সময় বাইরে কাটিয়ে থাকে যার কারণে সূর্যের ক্ষতিকারক রশ্মি এবং ধুলাবালি ত্বকের সৌন্দর্য নষ্ট করে এবং ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে।
অনেক ছেলেদের আবার রাত জেগে কাজ করার অভ্যাস রয়েছে যার কারণে ছেলেদের ত্বকে ব্রণ,মেছটা ও বার্ধক্যের ছাপ পড়তে দেখা যায়। আপনিও যদি এ সকল সমস্যাগুলো পার্লারে না গিয়ে ঘরে বসেই সমাধান করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। আজকের artical দিতে আমরা ছেলেদের ত্বকের জন্য সবচেয়ে ভালো ফেসওয়াসগুলো সম্পর্কে জানব পাশাপাশি এই ফেসওয়াস গুলোর দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ছেলেদের ফেসওয়াস ভালো কোনটা
ছেলেরা ত্বকের যত্নে অনেক অবহেলা করে থাকে। অনেকে আবার সাবান ব্যবহার করে মুখ পরিষ্কার করে। যার কারণে মুখে বিভিন্ন ধরনের এবং ত্বকের সমস্যা দেখা দেয়। ছেলেদের ত্বকের যত্নের প্রতি মেয়েদের মতোই সচেতন হওয়া উচিত। সপ্তাহে কিছু স্কিন কেয়ার রুটিন অনুসরণ করা উচিত। মশ্চারাইজার ব্যবহার করতে পারলে আরো বেশি ভালো হয়।
কিন্তু বাজারে এমন অনেক ফেসওয়াস রয়েছে যেগুলো আপনি ঘরে খুব সহজে ব্যবহার করে মুখের এবং ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু আমরা হয়তো সঠিকভাবে জানিনা ছেলেদের ত্বকের জন্য কোন ফেসওয়াস গুলো বেশি ভালো। বাজারে ছেলেদের অনেক ফেসওয়াস থাকলেও ৮০% প্রডাক্ট মেয়েদের হওয়ায় ছেলেরা সঠিকভাবে বুঝে উঠতে পারে না তাদের ত্বকের জন্য কোন ফেসওয়াসগুলো পারফেক্ট।
যার কারণে তারা সঠিকভাবে ত্বকের যত্ন নিতে পারে না। আর ত্বকের সঠিকভাবে যত্ন না নিতে পারলে আপনার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে যেগুলো আপনার সৌন্দর্য কে ধীরে ধীরে নষ্ট করবে। বিশেষ করে সেভ করার সময় ছেলেদের ত্বক রুক্ষ হতে বেশি দেখা দেয়। আজকের এই আর্টিকেলটিতে আমরা ছেলেদের জন্য পারফেক্ট কিছু ফেসওয়াস সম্পর্কে আলোচনা করব। আশা করি এই ফেসওয়াস গুলো ব্যবহার করে ছেলেদের অনেক উপকার হবে।
নিউট্রোজিনা ম্যান ক্লিয়ারিং একনে ওয়াশ (ফেসওয়াস)
যে সকল ছেলেদের ত্বকে ব্রণ,র্্যাশ এর মত সমস্যাগুলো রয়েছে তাদের জন্য এই ফেসওয়াস টি একদম পারফেক্ট।
উপকারিতা
১/এই ফেসওয়াস এর মধ্যে থাকা স্যালিসাইলিক অ্যাসিড একনে ট্রিটমেন্টের কাজ করে। পোরস থেকে ময়লা পরিষ্কার করতের্্যাশ এবং ত্বকের ব্রেক আউট কমাতে সাহায্য করে। এছাড়াও ত্বকের ডেড সেল পরিষ্কার করতে ফেসওয়াস ভালো উপকার করে।
২/এই ফেসওয়াস এর মধ্যে থাকা একনে উপাদান অতিরিক্ত তেল নিঃসরণকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৩/যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
৪/সেভ করার পর যাদের ত্বক শুষ্ক হয়ে যায় তারা চাইলে সেভ করার আগে এই ফেসওয়াস ত্বকে এপ্লাই করতে পারে এতে ফেসিয়াল হেয়ার সফট হয় এবং সেভ করতে সহজ হয়।
৫/এই ফেসওয়াসটি মুখে ব্যবহারের পর মাইল্ড একটি সুগন্ধ বের হয় যা রিফ্রেশিং এর জন্য বেশ ভালো।
Loriyal Man এক্সপার্ট হাইড্রা Enargitic ওয়েক আপ Efect ফেসওয়াস
ত্বকের আদ্রতা বজায় রাখতে এবং ত্বককে ভেতর থেকে এনার্জেটিভ দেখাতে এই ফেসওয়াস টি বেশ কার্যকরী। যারা সারাদিন বাইরে সূর্যের তাপে কাজ করে তাদের স্কিনের আদ্রতা কমে আসে যার কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক দেখায়। সারাদিনের ক্লান্তির পর আপনি যদি এই ফেসওয়াস টি ব্যবহার করেন তাহলে ত্বকে সতেজতা ধরে রাখতে সাহায্য করবে পাশাপাশি ত্বকের অন্যান্য সকল প্রবলেমগুলোকে সমাধানে সাহায্য করবে।
১/যে সকল ছেলেদের জেল ফর্মুলার ফেসওয়াস পছন্দ তারা চাইলে এই ফেসওয়াস টি ব্যবহার করতে পারেন।
২/এই ফেসওয়াসটির মধ্যে রয়েছে Guarana উপাদান। এছাড়াও এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের ক্ষতি সারিয়ে তুলতে এবং এর অ্যান্টি এজিং উপাদান ত্বককে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।
৩/ফেসওয়াসটির মধ্যে থাকা ভিটামিন সি তোকে ভেতর থেকে পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাৎক্ষণিকভাবে ত্বকের ক্লান্তি ভাব দূর করতে বেশ কার্যকরী।
৪/ত্বকের লোমকূপ পরিষ্কার করে এবং ত্বককে নিমিষেই ফ্রেশ দেখাতে সাহায্য করে।
গার্নিয়ার ম্যান পাওয়ার হোয়াইট ডাবল অ্যাকশন ফেসওয়াস
গার্নিয়ার ব্যান্ডের সকল পপুলার ফেসওয়াস গুলো মধ্যে ছেলেদের জন্য এই ফেসওয়াস টি একদম পারফেক্ট বলা চলে। এরমধ্যে একই সাথে স্যালসাইলিক এসিড এবং ভিটামিন সি উপাদান রয়েছে যা আপনার ত্বককে ভালো রাখতে সাহায্য করবে। পাশাপাশি আরো যে সকল উপকার পাবেন।
১/ত্বকের ওপর জমে থাকা মৃত কোষগুলো পরিষ্কার করতে সাহায্য করে।
২/ত্বকের উপরের স্তরে জমে থাকা ডার্ট এবং ময়লা পরিষ্কার করে রিফ্রেশিং ফিল দেই।
৩/এই ফেসওয়াস এর মধ্যে থাকা স্যালিসাইলিক এসিড অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণে রাখে।
৪/এর মধ্যে থাকা ভিটামিন সি উপাদানটি ত্বকের উপর যেকোনো দাগ দূর করতে এবং ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে উজ্জ্বল দেখাতে সাহায্য করে।
৫/ত্বকের ক্ষতি পূরণে এটি বেশ কার্যকারী।
নিউট্রোজিনা অয়েল ফ্রি একনে ওয়াশ ফেসওয়াস
এই ফেসওয়াস টি মূলত সে সকল ছেলেদের জন্য যাদের ত্বক থেকে অতিরিক্ত তেল নিঃসরণ হয়। এছাড়াও এর আরো অনেক বেনিফিট রয়েছে।
১/ছেলেদের ত্বকের অতিরিক্ত সেবাম ক্ষরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
২/ ২% স্যালিসিলিক অ্যাসিড এবং সোডিয়াম সি ১৪-১৬ ওলেফিন সালফোনেট সমৃদ্ধ এই ফেসওয়াসটি ছেলেদের ত্বকের ব্রণের সমস্যা দূর করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
৩/এর অল্প পরিমাণ আপনার পুরো ফেস কাভার করতে ভালো কাজে দেই এবং অয়েল ফ্রী স্কিন আপনাকে উপহার দেই।
৪/আপনার ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
৫/এটি সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি হওয়ায় ব্যবহারে ত্বকের ক্ষতি হয় না।
৬/ত্বকের ব্রেক আউট প্রতিরোধ করতেও এটি বেশ কার্যকরী।
নিউট্রোজেনা ক্লিয়ার এন্ড সুদ মূজ ক্লিনজার
ত্বকের যত্নে আমরা হলুদের কথা তো শুনেই থাকবো। এই ফেসওয়াস টির মধ্যে রয়েছে হলুদের যাবতীয় গুনাগুন। তাহলে চলুন জেনে নেয়া যাক এই ফেসওয়াস টি ছেলেদের ত্বকের জন্য কতটা উপকারী।
১/এই ফেসওয়াস টি ব্যবহারে ছেলেদের ত্বকের মলিনতা ও ফ্যাকাশে ভাব দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
২/বার্ধক্যের ছাপ কমাতে এবং বলিরেখা দাগ দূর করতে ব্যবহার করতে পারেন।
৩/এই ফেসওয়াস টির মধ্যে থাকা অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ছেলেদের ত্বকের ব্রণ দূর করতে বেশ কার্যকারী।
৪/ছেলেদের ত্বকের ব্রণের দাগ এবং লোমকূপ থেকে অতিরিক্ত তেল নিঃসরণ হওয়ার প্রবণতকে কমিয়ে আনতে সাহায্য করে।
৫/ত্বকের কালচে দাগ দূর করতে এবং পিগমেন্টেশন কমাতে এই ফেসওয়াস এর মধ্যে থাকা হলুদের গুণাগুণ দারুন কাজ করে।
কজারেক্স স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেনট্যাল ক্লিনজার ফেসওয়াস
যে সকল ছেলেদের ত্বক গরম কালে অনেক বেশি অয়েলি এবং শীতকালে কোন কোন জায়গায় ড্রাই আবার কোন কোন জায়গায় ওয়েলিভাব থাকে এই ফেসওয়াস টি মূলত তাদের জন্য। এছাড়াও এর ব্যবহারে আরো অনেক উপকারিতা রয়েছে।
১/এর মধ্যে থাকা স্যালিসাইলিক এসিড ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এবং ত্বককে ফ্রেশ রাখতে সাহায্য করে।
২/ত্বকের ব্রেক আউট হওয়ার সমস্যাগুলো সমাধান করে।
৩/সব ধরনের স্কিন এর জন্য এই ফেসওয়াস টি নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে।
৪/যে সকল ছেলেদের ত্বকে ব্লেমিশেস বা ব্রণের সমস্যা রয়েছে তারা চাইলে এই ফেসওয়াস টি ব্যবহার করতে পারেন।
৫/এই ফেসওয়াস টির মধ্যে থাকা উপাদান গুলো ছেলেদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখার পাশাপাশি ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করে এবং ত্বকের আদ্রতা বজায় রাখে।
দ্যা বডি শপ টি ট্রি ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশ
বর্তমানে ছেলেদের ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ হওয়ার প্রবণতা থেকে মুক্তি পেতে এই ফেসওয়াস টি দারুন কাজ করে। আপনি যদি প্রতিদিন এই ফেসওয়াস টি টানা এক মাস ব্যবহার করেন তাহলে যে সকল বেনিফিট গুলো পাবেন।
১/এই ফেসওয়াসটি অয়েলি ত্বকের পাশাপাশি যাদের কম্বিনেশন বা সেনসিটিভ ত্বক চাইলে তারাও এই ফেসওয়াস টি ব্যবহার করতে পারেন।
২/এই ফেসওয়াসটি দামে যেমন সস্তা তেমনি এর উপকারিতা অনেক এবং এটি প্লাস্টিকের বোতলের মাধ্যমে বাজারজাত করা হয়।
৩/ছেলেদের ব্রণের সমস্যা দূর করতে এটি বেশ কার্যকারী।
৪/ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।
৫/ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে থাকে।
৬/যেকোনো জায়গায় ব্যবহার উপযোগী।
৭/এর মধ্যে থাকা মেন্থল এবং টি ট্রির একটি সুন্দর সুগন্ধ রয়েছে।
সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ
১/ত্বকের লোমকূপ পরিষ্কার করতে এবং তেলতেলে ভাব দূর করতে সাহায্য করে।
২/ত্বকের কোমল ভাব ফিরিয়ে আনতে এবং ত্বকে জমে থাকা তেল-ময়লা ও মেকাপের অবশেষ ভেতর থেকে পরিষ্কার করতে বেশকার্যকারী।
৩/সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি একটি ফেসওয়াস।
৪/ছেলেদের ত্বকের ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে।
৫/এই ফেস অস্থির মধ্যে রয়েছে উইচ হ্যাজেল,জিংক ও থাই মেন এর গুনাগুন যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং তেলতেলে ভাব দূর করতে বেশ কার্যকরী।
পিয়ার্স আল্ট্র মাইল্ড ফেসওয়াস ইন অয়েল ক্লিয়ার গ্লো
১/এই ফেসওয়াসটি লেবু ফুলের নির্যাস দিয়ে তৈরি এবং প্রচন্ড গরমে আপনার ফেসকে চনমনে ভাব এনে দিতে বেশ কার্যকারী।
২/এই ফেসওয়াস টি আপনার ত্বকের জন্য প্রাকৃতিক অ্যাস্ট্রিনোজেন্ট হিসেবে কাজ করে।
আরো পড়ুনঃদ্রুত পেটের গ্যাস কমানোর ঘরোয়া উপায়
৩/বদ্ধ লোমকূপ পরিষ্কার করতে এবং ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে।
৪/পাশাপাশি আপনার ত্বককে কোমল এবং নরম রাখতেও এই ফেসওয়াস টি বেশ কার্যকারী।
ডারমালজিকা ব্রেক আউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ
১/ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে এবং ত্বকের মৃত কোষ দূর করতে ফেসওয়াসটি ভালো কাজ করে।
২/এছাড়াও ব্রণের সমস্যা দূর করতে এবং ত্বককে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে।
৩/এই ফেসওয়াসটির মধ্যে রয়েছে টি ট্রি, ল্যাভেন্ডার ও ক্যামেলিয়া সাইননেন্সিসের এর মতো আরো ৮ টি ভেষজ উপাদান। যা ত্বকের স্নিগ্ধতা ধরে রাখতে এবং ত্বকের প্রধা ও কমাতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে কমলালেবুর খোসার নির্যাস যা আপনার ত্বকের চনমনে ভাব ধরে রাখতে সাহায্য করে।
Lacme Blass and Glow কিউয়ি ক্র্যাশ জেল ফেসওয়াস
১/যে সকল ছেলেদের ত্বকে প্রচুর তেলতেলে ভাব থাকে এবং ব্রণ এর সমস্যা রয়েছে তারা এই ফেসওয়াস টি ব্যবহার করতে পারে। এরমধ্যে রয়েছে কিউয়ি ফলের নির্যাস যা ত্বকের সমস্ত তেল ময়লা ঘষে তুলতে এবং এর মধ্যে থাকা কোমল স্ক্রাবিং বিডস ফলের মিষ্টি তরতাজা সুগন্ধ আপনাকে ফ্রেশ ফিল দিতে সাহায্য করবে।
পন্ডস pimple ক্লিয়ার ফেসওয়াস
ছেলেদের ব্রণের সমস্যা দূর করতে ব্যবহার করা যায়। এর মধ্যে থাকা অ্যাকটিভ থাইমো-টি এসেন্স ফর্মুলা ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে এবং ব্রণের সমস্যা থেকে মুক্তি দিতে বেশ কার্যকরী।
নিমো ফেসওয়াস
নিমের এন্টি ব্যাকটেরিয়াল ওএন্টি ইনফ্লামেটরি গুণসম্পন্ন এই ফেসওয়াস টি প্রাকৃতিকভাবে আপনার ত্বকের ব্রণের প্রদাহ কমাতে এবং ত্বককে পরিষ্কার রাখার ক্ষেত্রে বেশ কার্যকরী।এছাড়াও
১/ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
২/ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া গুলো ধ্বংস করতে সাহায্য করে।
৩/ত্বককে প্রাকৃতিকভাবে সুস্থ এবং সতেজ করে তুলতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
ল্যারোচি-পোসাই Effaclar পিউরিফায়িং জেল ক্লিনজার
এই ফেসওয়াসটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ফেসওয়াস। এটি ছেলেদের ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এবং এই ফেসওয়াস টি সেনসিটিভ ত্বকের ক্ষেত্রেও ব্যবহার উপযোগী।
হিমালয়া পিউরিফাইং নিম ফেসওয়াস
ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে এবং ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে নিমের প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ এই ফেসওয়াসটি আপনার জন্য পারফেক্ট হতে পারে।
ক্যারেভি ফ্লোমিং ফেসিয়াল ক্লিনজার
এই ফেসওয়াসটির মধ্যে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড এবং হায়ালুরোনিন অ্যাসিড জাতককে ভেতর থেকে পরিষ্কার রাখতে এবং মশ্চারাইজ করতে অনেক সাহায্য করে। পাশাপাশি পকেট তৈলাক্ত ভাব দূর করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মামাআর্থ চারকোল ফেসওয়াস
চারকোল সমৃদ্ধ এই ফেসওয়াস টি ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং লোমকূপের মধ্যে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
সিম্পল রিফ্রেসিং ফেসিয়াল ওয়াশ
এটি মৃদু ধরনের ফেসওয়াস যা তোকে পরিষ্কার রাখার পাশাপাশি ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে থাকে।
ছেলেদের ফেসওয়াস এর দাম কত
বর্তমান বাজারে ছেলেদের বিভিন্ন ধরনের ফেসওয়াস রয়েছে। যেগুলোর বাজার দাম সম্পর্কে হয়তো আমরা সঠিকভাবে জানিনা। আর্টিকেলটির এই অংশে আমরা ছেলেদের ত্বকের জন্য বেশ কয়েকটি ফেসওয়াস এর দাম আপনাদের জানানোর চেষ্টা করব যেগুলো ছেলেদের ত্বকের জন্য বেশ উপকারী। আপনার যদি ফেসওয়াস গুলোর দাম জানা থাকে তাহলে কোন অসাধু ব্যবসায়ী আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করলে আপনি সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাজারে ছেলেদের কিছু ফেসওয়াশ এর দাম সম্পর্কে।
ফেয়ার এন্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস ফেসওয়াস
ফেসওয়াসটির দাম ১৮৫ টাকা এবং পরিমাণ ৫০ গ্ৰাম
১/সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ছেলেদের তককে রক্ষা করে।
২/তোকে ফর্সা দেখাতে এবং ত্বকের দাগ দূর করতে সাহায্য করে।
৩/ছেলেদের শক্ত ত্বকে ভেতর থেকে পরিষ্কার রাখে।
৪/দীর্ঘ সময় ধরে ফেয়ারনেস প্রদান করে।
৫/ছেলেদের ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে এবং ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে।
হিমালয়া ইনটেন্স অয়েল ক্লিয়ার লেমন ফেসওয়াস
ফেসওয়াসটির দাম ১৭০ টাকা এবং পরিমাণ ৫০ মিলি
১/লেবুর নির্যাস ও ভেষজ উপাদান দিয়ে প্রস্তুত।
২/ওকে ভেতর থেকে পরিষ্কার রাখতে এবং অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে।
হিমালয়া পাওয়ার গ্লো লিসোরাইস ফেসওয়াস
ফেসওয়াসটির দাম ১৮০ টাকা এবং পরিমাণ 50 মিলি
১/ফেসওয়াসটি তে সাবানের ব্যবহার করা হয়নি।
২/ত্বকের মৃত কোষ গুলো পরিষ্কার করতে এবং নতুন কোচ তৈরি করতে সাহায্য করে।
৩/অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ফেসওয়াস টি ব্যবহারের পর ঠান্ডা অনুভূতি প্রদান করে।
৪/ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং মৃত কোষগুলোকে পুনরায় জীবিত করতে সাহায্য করে।
ভেসলিন ম্যান হোয়টেনিং ফেসওয়াস
ফেসওয়াসটির দাম ১২০ টাকা এবং পরিমাণ ৫০ মিলি
১/ত্বকের মধ্যে জমে থাকা ময়লা দূর করতে এবং ত্বকের মৃত কোষগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে।
২/ত্বকে সঠিক পুষ্টি প্রদান করে এবং ত্বকের যত্নে ভালো কাজ করে।
৩/ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
৪/ত্বকের বলিরেখা দাগ দূর করতে বেশ কার্যকরী।
৫/অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি-৩ সমৃদ্ধ উপাদান রয়েছে।
পন্ডস ম্যান এনার্জি চার্জ ফেসওয়াস
ফেসওয়াসটির মূল্য ১২০ টাকা এবং পরিমাণ ৫০ গ্রাম
১/ত্বকের মৃত কোষগুলোকে জীবিত করতে সাহায্য করে।
২/ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে তাৎক্ষণিক উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৩/ফেসওয়াস ব্যবহারের পর ত্বকে শীতল অনুভূতি প্রদান করে।
পন্ডস ম্যান অয়েল কন্ট্রোল ফেসওয়াস
ফেসওয়াসটির বাজার দাম ১৪০ টাকা এবং পরিমাণ হচ্ছে 50 গ্রাম।
১/ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে।
২/সাইক্লিক এসিড এর কাজগুলো করে থাকে।
৩/ত্বকের বিভিন্ন ধরনের দাগ ও ব্রণ এর সমস্যা থেকে মুক্তি দেয়।
৪/মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে।
৫/ত্বকের মধ্যে থাকা ছিদ্র ছিদ্র দাগ গুলো মুছে ফেলতে বেশ কার্যকরী।
ছেলেদের জন্য ওয়াসি পারফেক্ট ফেসওয়াস
বর্তমান বাজারে ফেসওয়াসটির দাম ৩২০ টাকা এবং পরিমাণ ৫০ গ্রাম।
১/এটি অ্যান্টি একনি ও ব্রণ দূর করার কাজে বেশ ভালো।
২/স্কিনকে ভেতর থেকে পরিষ্কার রাখতে এবং মৃত কোষগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে।
৩/ত্বকের উপরে কালচে দাগ দূর করে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
৪/ত্বকের ঘাম জনিত ময়লা গুলো দূর করতে এবং ত্বকের সঠিক যত্ন নিয়ে থাকে।
৫/এছাড়াও এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।
এভারইয়ুথ ম্যানেজ পলুশন ডিফেন্স ফেসওয়াস
বর্তমান বাজারে ফেসওয়াসটির দাম ৮০ টাকা এবং পরিমাণ ১০০ গ্রাম।
১/ত্বকের লোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে।
২/ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ কার্যকরী।
৩/ত্বকের তৈলাক্ত ভাব দূর করে।
৪/ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং ফ্রেশ ফিল প্রদান করে।
এভারইয়ুথ ম্যানেজ স্কিন ব্যালান্সিং ফেসওয়াস
যার বাজার দাম 160 টাকা এবং পরিমাণ ১০০ গ্রাম
১/এটি একটি জেল সমৃদ্ধ ফেসওয়াস।
২/ত্বককে গভীর থেকে পরিষ্কার করে থাকে।
৩/প্রাকৃতিক উপাদান থাকায় ত্বকের ক্ষতি হয় না।
৪/ত্বকের জন্য মশ্চারাইজার হিসেবে কাজ করে এবং রিফ্রেশড অনুভূত হয়।
গার্নিয়ার ম্যান ইনটেন্স ফ্রেশ ফেসওয়াস
এই ফেসওয়াশটির বর্তমান বাজার দাম ২২০ টাকা এবং পরিমাণ ১০০ গ্রাম।
১/এটিও একটি জেল সমৃদ্ধ ফেসওয়াস।
২/ত্বকের মৃত কোষ দূর করতে এবং ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে।
৩/ত্বকের কোমলতা ধরে রাখে।
৪/ত্বকের যত্নে বেশ কার্যকরী এবং ত্বকের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
৫/ত্বকের মধ্যে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ব্রণের মত সমস্যাগুলো থেকে ত্বককে দূরে রাখে।
উপরোক্ত ফেসওয়াস গুলো ছাড়াও বর্তমান বাজারে স্বল্প দামে এমন অনেক ফেসওয়াস রয়েছে যেগুলো ছেলেদের ত্বকের জন্য খুবই উপকারী। ছেলেদের উপকারি আরো ফেসওয়াস এবং তাদের দাম সম্পর্কে জানতে আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। এই ওয়েবসাইটটিতে আপনি ছেলেদের আরও ফেসওয়াস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এদের দাম কত এবং কিভাবে কিনবে সেই পদ্ধতিও জানতে পারবেন।
লেখকের মন্তব্যঃছেলেদের ফেসওয়াস ভালো কোনটা-ছেলেদের ফেসওয়াস এর দাম কত
সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি পড়ার মাধ্যমে যদি আপনার কোন উপকার এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই আর্টিকেলটি সম্পর্কে যদি আপনার কোন মতামত বা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন।আসসালামু আলাইকুম।
বিশেষ দ্রষ্টব্যঃ আর্টিকেলটি সচেতনতার উদ্দেশ্যে লেখা। যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহনের পূর্বে অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন অথবা অভিজ্ঞ কারো পরামর্শ নিতে পারেন।
ডিজিটাল ব্লগ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url