নোরিক্স খেলে কি বাচ্চা হয়-নোরিক্স এর কাজ কি
আপনি কি নোরিক্স পিল খাওয়ার চিন্তাভাবনা করছেন? কিন্তু জানেন না নোরিক্স পিল খেলে কি হয় কিংবা নোটিক্স এর কাজ কি। তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। আপনি যদি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে আপনি জানতে পারবেন নোরিক্স এর কাজ কি।
নোরিক্স খেলে কি বাচ্চা হয়, নোরিক্স পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়, নোরিক্স ১ পিল এর কার্যকারিতা কত সময় এছাড়াও আরো জানতে পারবেন নোরিক্স ১ পিল খাওয়ার নিয়ম। তাই সকল বিষয়গুলো জানতে এবং নোটিক্স এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে সম্পূর্ণ আর্টিকেলটি শুরুতে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
পোস্ট সূচীপত্রঃনোরিক্স খেলে কি বাচ্চা হয়-নোরিক্স এর কাজ কি
ভূমিকা
নোরিক্স পিল একটি জন্মনিরোধক বড়ি। বর্তমানে জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে মানুষ মুখে খাওয়ার জন্মনিরোধক ঔষধ বা বড়ি হিসেবে নোরিক্স পিল খেয়ে থাকে। সাধারণত অসুরক্ষিত যৌন মিলনের পর নোরিক্স পিল খাওয়া হয়। নোরিক্স পিল একটি হরমোনাল ঔষধ যা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ করার কাজ করে থাকে।
নোরিক্স পিল খাওয়ার অনুমোদন দেয়া হয়েছে ১৯৬০ সালের ৯ই মে। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জন্মনিয়ন্ত্রক বড়ি বা নোরিক্স পিল খাওয়ার অনুমোদন প্রদান করেন। যার অনুমোদিত সময় একশ বছরও হয়নি। এটি মূলত নারীদের জন্যই তৈরি। পুরুষদের জন্মনিয়ন্ত্রণের জন্য এখনও কোন ঔষধ বা বড়ি বাজারে অ্যাভেলেবেল হয়নি।
আরো পড়ুনঃশরীরের কোন ভিটামিন চুল গজাতে সাহায্য করে
এটি এক ধরণের হরমোনাল ঔষধ। যা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণে বাধা সৃষ্টি করে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রক বড়ি বা নোরিক্স পিল গুলোর মধ্যে অ্যাস্ট্রোজেন ও প্রজেস্টেরনের মতোন হরমোন গুলো থাকে। আজকের এই আর্টিকেলটিতে আমরা নোরিক্স পিল খাওয়ার বিভিন্ন নিয়ম এবং এর কার্যকারিতা গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তাই নোরিক্স পিল সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি শুরুতে শেষ পর্যন্ত পড়ুন।
নোরিক্স এর কাজ কি
নোরিক্স মহিলাদের জন্য একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল যারা সাধারণত অসুরক্ষিত যৌন মিলনের পর ৭২ ঘন্টার মধ্যে খেলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা যায়। এর মধ্যে থাকা হরমোন গুলো মেয়েদের ডিম্বাশয় থেকে ডিম্বানু নিঃসরণ করে থাকে অর্থাৎ ওভুলেশন প্রক্রিয়াকে পিছিয়ে দেয় অথবা নিষিক্ত ডিম্বানুকে জরায়ুতে প্রতিস্থাপিত হতে বাধা সৃষ্টি করে।প্রতিটি নোরিক্স প্যাকেটে রয়েছে একটি গোলাকৃতির সাদা ট্যাবলেট।
অনিরাপদ মেলামেশার ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নোরিক্স এর একটি ট্যাবলেট খেতে হবে। তবে অসুরক্ষিত যৌন মিলনের ৪৮ ঘণ্টার মধ্যে এটি সেবন করলে বেশি উপকার পাওয়া যায়। তবে মনে রাখতে হবে নোরিক্স একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল নিয়মিত সেবন করার উপযোগী কোন জন্মনিরোধক বড়ি নয় বা সাধারণত কন্ট্রাসেপ্টিভ পিলের এর বিকল্প নয়। কাজেই নিয়মিত ব্যবহার করলে এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই নিয়মিত এটি খাওয়া যাবেনা।
নোরিক্স খেলে কি বাচ্চা হয়
অনেকেই মনে করেন নোরিক্স পিল দীর্ঘদিন খাওয়ার ফলে বাচ্চা হয় না। কিন্তু এটি একটি ভুল ধারণা। নোরিক্স পিল খাওয়ার ফলে আপনার সাময়িকভাবে বাচ্চার সম্ভাবনা কিংবা গর্ভাশয়ের ডিম্বানু নিঃসরণকে বাধা সৃষ্টি করে। আপনি যদি দীর্ঘদিন ধরে পিল খেয়ে থাকেন এবং পিল খাওয়া বন্ধ করে দেন তাহলে তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় আবার গর্ভাবস্থায় ডিম নিঃসরণ শুরু হবে এবং বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নোরিক্স খেলে কি বাচ্চা হয়।
নোরিক্স খাওয়ার ফলে আপনার সাময়িকভাবে বাচ্চা হওয়া সম্ভাবনা কমে আসে কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে সময়মতো নোরিক্স পিল খেতে হবে। যারা নোরিক্স পিল খাওয়ার পর শারীরিক মেলামেশায় লিপ্ত হয় তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা শারীরিক মেলামেশার ৭২ ঘন্টা পর নোরিক্স পিল খেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও বাচ্চা হওয়ার সম্ভাবনা কিংবা গর্ভধারণের সম্ভাবনা রয়েছে।
সাধারণত নোটিস পিল যৌন মিলনের পর ৭২ ঘণ্টার মধ্যে খেতে হয়। কিন্তু আপনি যদি 72 ঘন্টা অতিক্রম হওয়ার পর খেয়ে থাকেন তাহলে আপনার গর্ভধারণ কিংবা বাচ্চা হওয়ার সম্ভাবনা হতে পারে। এছাড়াও যারা যৌন মিলনের পর নোরিক্স পিল খেয়েছেন কিন্তু ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই বমি করেছেন তাদের ক্ষেত্রেও গর্ভধারণের সম্ভাবনা রয়েছে কিংবা বাচ্চা হতে পারে।
এর জন্য আপনাকে পুনরায় আরও একটি নোরিক্স পিল খেতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যারা মেয়াদ উত্তীর্ণ নোরিক্স পিল খেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও গর্ভধারণ কিংবা বা সম্ভাবনা থাকে। তাই নোরিক্স পিল কেনার সময় অবশ্যই উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লক্ষ্য রেখে নোরিক্স পিল কিনবেন।
তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নোরিক্স পিল একটি হরমোনাল ঔষধ দীর্ঘদিন ব্যবহারের এটি আপনার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই নোরিক্স পিল প্রতিদিন ব্যবহারে থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আশা করি আপনি নোরিক্স পিল খেলে কি বাচ্চা হয় কিনা সেই প্রশ্নের সঠিক ধারণা পেয়েছে।
নোরিক্স ১ পিলের কার্যকারিতা কত সময়
আমাদের মধ্যে অনেকেই জানেন না নোরিক্স ১ পিলের কার্যকারিতা কত সময়ে থাকে কিংবা একবার নোরিক্স ১ পিল খেলে কত সময় ধরে যৌন মিলনে লিপ্ত হওয়া যায়। প্রতিমাসে মেয়েদের ডিম্বাণু থেকে গর্ভধারণের জন্য ডিম্বাশয় নিঃসৃত হয়। ডিম্বাণুটে নিঃসরণকে বলা হয় ওভুলেশান। ওভুলেশনের সময় যৌন মিলনের ফলে ছেলেদের শুক্রানু ও মেয়েদের ডিম্বানু মিলিত হয়ে ভ্রুন সৃষ্টি করে।
শুক্রাণু ও ডিম্বাণুর এ মিলনকে বলা হয় ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের পর ভ্রুনটি মেয়েদের গর্ভাশয়ে এসে বসে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় ইমপ্লান্টেশন। এভাবে মূলত গর্ভধারণ কিংবা বাচ্চা হয়। নোরিক্স ১ পিল তিনভাবে গর্ভাবস্থায় প্রতিরোধ করতে কিংবা বাচ্চা হওয়া আটকাতে কাজ করে।
১/নোরিক্স ১ পিল মেয়েদের ওভুলেশান বন্ধ করে দেয় বা ঢিলে করে দেয়। যার ফলে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হতে পারে না এবং গর্ভধারণ বা বাচ্চা হওয়ার সম্ভাবনা তৈরি হয় না।
২/মেয়েদের জরায়ুতে ডিমের সাদা অংশের মতো কিছু পিচ্ছিল পদার্থ থাকে যাকে সার্ভিকাল মিউকাস বলে। এই মিউকাস যোনিপথে বের হলে তাকে সাদা স্রাবও বলা হয়। এই মিউকাস গুলো শুক্রাণুকে জরায়ুর মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। কিন্তু নোরিক্স ১ পিল খাওয়ার ফলে মেয়েদের জরায়ুর সার্জিকাল মিউকাসকে ঘন ও আঠালো করে দেয় ফলে শুক্রাণু জরায়ুর ভিতর প্রবেশ করতে পারে না। আর শুক্রাণু ওর ডিম্বাণুর মিলন না হলে গর্ভধারণ বা বাচ্চা হয় না।
৩/কিন্তু যদি এমন হয় যে অলরেডি ovulation হয়ে গেছে কিংবা ফার্টিলাইজেশন হয়ে গেছে তখন নোরিক্স ১ পিল এই ফার্টিলাইজ ভ্রূণকে ইমপ্লান্টেশন হতে দেয় না বা জরায়ুতে বসতে দেয় না।
এভাবেই নোরিক্স ১ পিল গর্ভধারণ প্রতিরোধ করে কিংবা বাচ্চা হতে দেয় না। তবে যদি ইমপ্ল্যান্টেশন হয়ে থাকে কিংবা গর্ভধারণ হয়ে গেছে এমন হয় সেক্ষেত্রে নোরিক্স ১ পিল আর কাজ করতে পারে না। এখন আমরা মূল প্রশ্নে ফিরে যাই। নোরিক্স ১ পিলের কার্যকারিতা কত সময় ধরে থাকে।
সাধারণত নোরিক্স ১ পিল এর কার্যকারীরা ৩ থেকে ৫ দিন পর্যন্ত হয়ে থাকে। তাই শারীরিক মিলনের পর ৭২ ঘণ্টার মধ্যে নোরিক্স ১ পিল খেতে বলা হয়। অনেকেই মনে করেন একটি নোরিক্স ১ পিল পিল খেলে ৩ দিন পর্যন্ত শারীরিক মিলন করা সম্ভব। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। একটি নোরিক্স ১ পিল আপনাকে সর্বোচ্চ ১ বার সুরক্ষা প্রদান করবে।
সাধারণত শুক্রাণু 5 দিন পর্যন্ত survive করে। তাই আপনি বুঝতেই পারছেন নোরিক্স ১ পিলের কার্যকারিতা কত সময় পর্যন্ত থাকে। আশা করছি আপনি আপনার প্রশ্নের সঠিক ধারণা পেয়েছেন।
নোরিক্স পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়
নোরিক্স ১ পিল খাওয়ার কত দিন পরে মাসিক শুরু হবে কিংবা 15 থেকে 20 দিন হয়ে গেছে মাসিক হচ্ছে না। তখন কি করবেন। সাধারণত নোটিক্স ১ পিল খাবার ১৫ থেকে ২০ দিনের মাথায় মাসিক শুরু হয়। যদি ১৫ দিন থেকে ২০ দিনের মধ্যে মাসিক শুরু না হয় তখন কি করবেন।অনেকেই মধ্যে একটাই প্রশ্ন নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর মাসিক শুরু হয় কিংবা 15 থেকে 20 দিন পরেও যদি মাসিক না হয় তখন কি করনীয়।
নোরিক্স ১ পিল একটি হরমোনাল ইমারজেন্সি পিল। নিয়মিত এটি খাওয়ার ফলে আপনার মাসিক অনিয়মিত হতে পারে এতে ভয়ের কিছু নেই এটি খুবই স্বাভাবিক ব্যাপার আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসিকের তারিখের পূর্বেই পিরিয়ড বা মাসিক শুরু হয়। এতে চিন্তার কোন বিষয় নাই। যাদের নোরিক্স পিল খাওয়ার পর নির্ধারিত সময়ে মাসিক শুরু হয় না তারা কিছুদিন অপেক্ষা করুন কিছুদিন পর পুনরায় মাসিক শুরু হবে।
নোটিক্স ১ পিল খাওয়ার পর যাদের ১৫ দিনের মধ্যে মাসিক শুরু না হবে তারা চাইলে প্রেগনেন্সি চেকআপ করতে পারেন যদি নেগেটিভ আসে তাহলে নরমিন্স ৫ একটি করে তিন বেলা সকালে দুপুরে ও রাতে খাবার পরে ৭ দিন খাবেন।
মনে রাখবেন নরমিন্স খাওয়ার পরে পিরিয়ড বা মাসিক হবে না নরমিন্স খাবার দুই থেকে তিন দিন পর মাসিক শুরু হবে। তবে অবশ্যই এমার্জেন্সি পিল বা নোরিক্স ১ পিল নিয়মিত খাবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন।
নোরিক্স ১ পিল খাওয়ার নিয়ম
প্রিয় পাঠক এতক্ষণ আমরা নোরিক্স ১ পিল এর বিভিন্ন কার্যকারিতা গুলো সম্পর্কে বিস্তারিত জানলাম। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে নোরিক্স ১ পিল খাওয়ার নিয়ম বা সঠিক পদ্ধতি সম্পর্কে। আর্টিকেলটির এই অংশ আমরা নোরিক্স ১ পিল খাওয়ার বিস্তারিত নিয়ম গুলো আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক।
১/সাধারণত শারীরিক মেলামেশার পর আপনি এবং আপনার সঙ্গী যদি জন্ম নিরোধক হিসেবে কোন পদ্ধতি ব্যবহার না করে থাকেন তাহলে শারীরিক মেলামেশার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আপনাকে নোরিক্স ১ পিল খেতে হবে।
২/শারীরিক মিলনের পর যদি আপনার মনে হয় স্পার্ম আপনার সঙ্গীর জরায়ুতে প্রবেশের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে নোরিক্স ১ পিল খেতে পারেন।
৩/যদি সহ*বাসের পর পর পর তিনদিন আপনি জন্মনিরোধক পিল খেতে ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে জরায়ুতে ইমপ্লান্টেশন হওয়া আটকাতে নোরিক্স ১ পিল খেতে পারেন।
সাধারণত গাইনি চিকিৎসকগণ শারীরিক মিলনের পর ৭২ ঘণ্টার মধ্যে নোরিক্স ১ পিল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে অবশ্যই আপনি এটি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন না। এতে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
যারা খেতে পারবেন না
১/যাদের নোরিক্স ১ পিল খাওয়ার ফলে এলার্জি সমস্যা সৃষ্টি হয় তারা এটি খাওয়াতে বিরত থাকবেন।
২/যাদের ইতোমধ্যে জরায়ুতে ভ্রুনের ইমপ্লান্টেশন হয়ে গেছে বা গর্ভধারণ পজেটিভ এসেছে তারা খাবেন না।
৩/যাদের মাসিক অনিয়মিত বা যাদের অতিরিক্ত রক্ত যায় তারা নোরিক্স ১ পিল খাওয়া থেকে বিরত থাকবেন।
নোরিক্স ১ পিল খাওয়ার পর যে সকল সমস্যা হতে পারে
- অতিরিক্ত বমি বমি ভাব হওয়া
- তীব্র মাথা ব্যথার সমস্যা দেখা দেওয়া
- হঠাৎ ওজন বৃদ্ধি পাওয়া
- পিরিয়ড বা মাসিক অনিয়মিত হওয়া
- পিরিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া
- পরবর্তী সময়ে গর্ভধারণের সমস্যা দেখা দেওয়া
যখন চিকিৎসকের পরামর্শ নেবেন
১/অতিরিক্ত রক্ত যদি এক সপ্তাহের বেশি ধরে যায়
২/পেটে তীব্র ব্যথা যদি তিন থেকে পাঁচ সপ্তাহের বেশি স্থায়ী হয়।
৩/ওষুধ সেবনের দুই ঘণ্টার মধ্যে যদি আপনার অতিরিক্ত বমি বমি ভাব হয় কিংবা বমি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এছাড়াও যদি বমি হয়ে থাকে তাহলে।
৪/যদি আপনার ১৫ থেকে ২০ দিনের মধ্যে বা তিন সপ্তাহের মধ্যে মাসিক শুরু না হয়।
উপরোক্ত সংস্থাগুলো যদি আপনার লক্ষণ হয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
লেখকের মন্তব্যঃনোরিক্স খেলে কি বাচ্চা হয়-নোরিক্স এর কাজ কি
সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর্টিকেলটি সম্পর্কে যদি আপনার কোন মতামত বা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর্টিকেলটি পড়ার মাধ্যমে আশা করি আপনি আপনার সকল প্রশ্নের সঠিক ধারণা পেয়েছেন। যদি আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনার কোন উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
বিশেষ দ্রষ্টব্য: পোস্টটি সচেতনতার উদ্দেশ্যে লেখা। যেকোনো ধরনের সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। ধন্যবাদ।
ডিজিটাল ব্লগ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url