OrdinaryITPostAd

বড় রাজা ও ছোট রাজা গল্পের মূল প্রতিপাদ্য বিষয়

দুজন রাজা ছিলেন যাদের একজন ছিল বড় রাজা আর অন্যজন ছিল ছোট রাজা। তারা দুজনে একদিন দিগ্বিজয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। বড় রাজা ছিলেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে এবং পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করার জন্য। অন্যদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের বেঁচে ছোট ছোট কামান বন্দুক ছোট ছোট হাতি ঘোড়া নিয়ে ছোট ছোট রাজ্য জয় করতে। 

মস্ত বড় এই পৃথিবী বড় রাজা ক্রমে ক্রমে জয় করতে থাকলেন এমন সময় চড় এলো খবর দিল মহারাজ শূন্যে এলাম ছোট রাজা ছোট ছোট রাজ্য জয় করে খুব সুখে রয়েছেন। তখন বড় রাজা চোরের মুখে কথা শুনে তাকে গিয়ে বলল আমি এই পৃথিবী জয় করে নিয়েছি সে রাজ্যের অন্যতর যাক। দুধ গেল ছোট রাজার কাছে খবর দিতে ছোট রাজার সেই রাজ্য এত ছোট যে দ্রুত দেখতে পেল না কোথায় তার রাজ্য। 

কোথায় তার রাজা সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল ছোট রাজা রাজ্য চক্ষু-গছুর হচ্ছে না। বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রাতরতি নিয়ে চলে গেলেন পৃথিবী কাঁপিয়ে কাঁপিয়ে কিন্তু ছোট রাজা রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না মন্ত্রীরা মন্ত্রনা দিল সবার চোখে অণুবীক্ষণ যন্ত্র লাগিয়ে যুদ্ধে যেতে। এতে করে সেনাপতি বলে উঠলেন চোখে অণুবীক্ষণ যন্ত্র লাগালে চোখ চলবে কিন্তু এতে গোলাগুলি চলার কোন উপায় থাকে না। তখন বড় রাজা উত্তর দিলেন দেখাই যাক না কি হয়। 

বড় রাজা যখন ছোট রাজার রাজ্য জয় করতে গেলেন তখন ছোট রাজা তার রাজত্ব দিতে অস্বীকার করলে বড় রাজার রেগে গিয়ে ছোট রাজা রাজত্ব দখল করতে চাইলেন এবং ছোটকে টুপি চাপা দিয়ে ধরে জানতে চাইলেন। বড় রাজার মোটা মোটা হাতের আঙ্গুলের ফাক দিয়ে ছোট রাজা রাজ সিংহাসনসহ রাজপুরী সমস্ত বেরিয়ে গেল। বড় রাজা যখন হাতের মুখ খুললেন তখন দেখলেন আঙ্গুল এর ডগায় মৌমাছির ফুলের মত একটা বিধি রয়েছে যন্ত্রণায় বড় রাজা আঙ্গুলটা ফুলে ঢোল হয়ে গেল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল ব্লগ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪