OrdinaryITPostAd

বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন গল্পটির মূল প্রতিপাদ্য বিষয়

বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন গল্পটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গের ২৪ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৯ শতকের বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিতি পান। বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত করা হয় প্রচার নামক পত্রিকায়। এবং পরে সেটি বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। 

সাবুর দিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্তে অসাধারণ। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটির রয়েছে সর্বকালীন বৈষ্ণিক আবেদন। নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লেখা নয় লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। 

বঙ্কিমচন্দ্রের মতে অসত্য নীতি নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থত্যকারী তো লেখা পরিহার করা বাঞ্ছনীয়। তিনি বলতে চান নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত তেমনি লেখা হয় বিদ্যা জাহির করার প্রবণতা কেউ তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। 

অনুকরণ দিক থেকেও দূষণীয় বলেছেন। অনাবশ্যকভাবে লেখার সুস্থাপৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে কাম্য নয়। সারলকেই তিনি সকল অলংকারের মধ্যে শ্রেষ্ঠ অলংকার বলে মনে করেছেন। সর্বোপরি বস্তু নিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন। এভাবে এই ছোট লেখাটিকে তিনি লেখক এর আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবেন আমাদের মনন শীল ও সৃজনশীল জগতসমৃদ্ধ থেকে সমৃদ্ধ তর হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল ব্লগ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪